চকভেকা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড!
অদ্য দুপুর ১২ ঘটিকার দিকে ১৪ নং চতরা ইউনিয়নের চকভেকা গ্রামের মৃত খলিলুর রহমানের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুইটি পরিবারের বাড়িঘর সব পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনামুল হক শাহীন এর নিকটে ফোন এলে তিনি স্থানীয় বিদ্যুৎ অফিসে ফোন করে উক্ত স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ব্যবস্থা করেন এবং ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন আছে কিনা তা জানতে চান। তবে জানানো হয় যে আগুন নিয়ন্ত্রণে আসছে, গ্রামবাসীর প্রয়াসে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এলে পরপরই ফায়ার সার্ভিস আসে। এরপর ক্ষতিগ্রস্তদের মাঝে ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন ২০০০ টাকা, ইউপি সদস্য শাহজাহান প্রামানিক ১০০০ টাকা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল প্রতিনিধি মারফত ১০০০ টাকা ব্যক্তিগত সহায়তা প্রদান করেন এবং অন্যান্য কিছু ব্যক্তিও সাহায্য করেছেন। বিকেলে উপজেলা ইউএনও মহোদয় এবং সংসদ সদস্য স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পিএ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু খাদ্যসামগ্রীর ত্রাণ