Posts

চকভেকা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড!

Image
অদ্য দুপুর ১২ ঘটিকার দিকে ১৪ নং চতরা ইউনিয়নের চকভেকা গ্রামের মৃত খলিলুর রহমানের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুইটি পরিবারের বাড়িঘর সব পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনামুল হক শাহীন এর নিকটে ফোন এলে তিনি স্থানীয় বিদ্যুৎ অফিসে ফোন করে উক্ত স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ব্যবস্থা করেন এবং ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন আছে কিনা তা জানতে চান। তবে জানানো হয় যে আগুন নিয়ন্ত্রণে আসছে, গ্রামবাসীর প্রয়াসে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এলে পরপরই ফায়ার সার্ভিস আসে। এরপর ক্ষতিগ্রস্তদের মাঝে ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন ২০০০ টাকা, ইউপি সদস্য শাহজাহান প্রামানিক ১০০০ টাকা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল প্রতিনিধি মারফত ১০০০ টাকা ব্যক্তিগত সহায়তা প্রদান করেন এবং অন্যান্য কিছু ব্যক্তিও সাহায্য করেছেন। বিকেলে উপজেলা ইউএনও মহোদয় এবং সংসদ সদস্য স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পিএ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু খাদ্যসামগ্রীর ত্রাণ

বাংলাদেশের প্রথম লোকাল কমিউনিকেশন মিডিয়া গড়ে উঠেছে চতরায়!

Image
বাংলাদেশের প্রথম লোকাল কমিউনিকেশন মিডিয়া হিসেবে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়ন ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'চতরাপিডিয়া' কমিউনিকেশন মিডিয়া। চতরাপিডিয়া একটি অনলাইন ও অ্যাপসভিত্তিক আঞ্চলিক কমিউনিকেশন মিডিয়া। চতরাপিডিয়ায় যা যা আছে সেসব হলো— চতরার পরিচিতি হিসেবে চতরার ইতিহাস-ঐতিহ্য, চতরার সফলতা ও অর্জন, চতরার উন্নয়ন অবকাঠামো, চতরার তারকা ব্যক্তিদের প্রোফাইল, চতরার স্বপ্ন ও সম্ভাবনা ইত্যাদি। চতরায় লিভিং সার্ভিস হিসেবে রয়েছে যানবাহন (বাসের টিকেট, মাইক্রোবাস, পিকআপ, দুর্বার, ঘোড়ার গাড়ি এমনকি ভ্যান রিজার্ভ), চিকিৎসা ও পশুচিকিৎসা (রংপুরে ডাক্তারের সিরিয়াল, চতরার পল্লীচিকিৎসক ও ফার্মেসির ফোনবুক, পশু চিকিৎসা), পুলিশ-প্রশাসন, জরুরি সেবা, পাবলিক সার্ভিস (ইউনিয়ন পরিষদ ফোনবুক, ডাক, বিদ্যুৎ ও অন্যান্য), মেকানিক সার্ভিস (ইলেক্ট্রিক মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, পাইপলাইন মেকানিক, টিউবওয়েল বোডিং মেকানিক, রাজমিস্ত্রিগণ, ঘরের টিন লাগানোর মিস্ত্রি, কাঠমিস্ত্রিগণ, রং মিস্ত্রীগণ), বিয়ে ও অনুষ্ঠানের ডেকোরেটর ও অন্যান্য সেবা, কৃষি সেবা (কৃষি বিপনিসমূহ, চাষের গাড়ি, ধ