বাংলাদেশের প্রথম লোকাল কমিউনিকেশন মিডিয়া গড়ে উঠেছে চতরায়!
বাংলাদেশের প্রথম লোকাল কমিউনিকেশন মিডিয়া হিসেবে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়ন ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'চতরাপিডিয়া' কমিউনিকেশন মিডিয়া।
চতরাপিডিয়া একটি অনলাইন ও অ্যাপসভিত্তিক আঞ্চলিক কমিউনিকেশন মিডিয়া।
চতরাপিডিয়ায় যা যা আছে সেসব হলো—
চতরার পরিচিতি হিসেবে চতরার ইতিহাস-ঐতিহ্য, চতরার সফলতা ও অর্জন, চতরার উন্নয়ন অবকাঠামো, চতরার তারকা ব্যক্তিদের প্রোফাইল, চতরার স্বপ্ন ও সম্ভাবনা ইত্যাদি।
চতরায় লিভিং সার্ভিস হিসেবে রয়েছে যানবাহন (বাসের টিকেট, মাইক্রোবাস, পিকআপ, দুর্বার, ঘোড়ার গাড়ি এমনকি ভ্যান রিজার্ভ), চিকিৎসা ও পশুচিকিৎসা (রংপুরে ডাক্তারের সিরিয়াল, চতরার পল্লীচিকিৎসক ও ফার্মেসির ফোনবুক, পশু চিকিৎসা), পুলিশ-প্রশাসন, জরুরি সেবা, পাবলিক সার্ভিস (ইউনিয়ন পরিষদ ফোনবুক, ডাক, বিদ্যুৎ ও অন্যান্য), মেকানিক সার্ভিস (ইলেক্ট্রিক মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, পাইপলাইন মেকানিক, টিউবওয়েল বোডিং মেকানিক, রাজমিস্ত্রিগণ, ঘরের টিন লাগানোর মিস্ত্রি, কাঠমিস্ত্রিগণ, রং মিস্ত্রীগণ), বিয়ে ও অনুষ্ঠানের ডেকোরেটর ও অন্যান্য সেবা, কৃষি সেবা (কৃষি বিপনিসমূহ, চাষের গাড়ি, ধান কাটা ও ধান মাড়াইয়ের গাড়ি ইত্যাদি), মিডিয়াসমূহ (জব মিডিয়া, বিবাহ, বাসা ভাড়া, গরু-বাইক-পাওয়ার টিলার ইত্যাদি ক্রয়বিক্রয় মিডিয়া, নিউজপেজ ইত্যাদি), কেনাকাটা (অনলাইন শপিং) ইত্যাদি।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ, ব্যাংক ও এনজিওসমূহ, কুরিয়ার সার্ভিসসমূহ, অনলাইন সেবা ও কম্পিউটারের দোকান, ডিস লাইন ও ওয়াইফাই সাপ্লাইয়ার, মহাজন ও ডিলারগণ, নির্মাণসামগ্রীর দোকানসমূহ, বিউটি পার্লার, স্বর্ণকারগণ, রেস্টুরেন্টসমূহ, স্টুডিওসমূহ, লাইব্রেরি ও বুকশপ, চারাগাছের নার্সারিসমূহ, পেপার সাপ্লাইয়ার ইত্যাদির ফোনবুক আছে।
এডুকেশন হেল্পবুক হিসেবে রয়েছে English Learning, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (মানবিক), Science Home (Physics, Chemistry, Biology and Math Private), শিক্ষাবৃত্তির তথ্যব্যাংক, টিউটর সেবা ইত্যাদি।
এবং লাইফ সল্যুশন হিসেবে রয়েছে Life Academy, School of Awareness এবং Advice Desk প্রোগ্রাম। School of Awareness হলো বোকা/ অসচেতন ছেলেমেয়েদেরকে চালাকচতুর ও সচেতন করে তোলার প্রজেক্ট এবং Advice Desk হলো ব্যক্তিগত পরামর্শ সহায়তা সেবা।
এ সকল সেবা চতরা অঞ্চলে ঘরে বসে পেতে স্মার্টফোনে ইন্সটল করতে হবে 'চতরাপিডিয়া' অ্যান্ড্রয়েড অ্যাপ।
© চতরা নিউজ ডটকম |চতরার খবর
Comments
Post a Comment